সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫ - ২১:৫৬
ইসলামী বিশ্ব ইরানের পক্ষে, ইরান বিজয়ী ও গৌরবান্বিত: আহলে সুন্নাত আলেম

পাকিস্তানের প্রখ্যাত আহলে সুন্নাত আলেম কারি আব্দুর রহমান নূরজাহি বলেছেন, ইরান আমেরিকা, ইসরাইল ও কুফরের সব শক্তিকে পরাজিত করেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সাহার টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মানবজাতির প্রকৃত ত্রাণকর্তা ছিলেন রাসূলুল্লাহ (সা.), আর মুসলমানদের জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেইনি (রহ.)।

তিনি বলেন, ইমাম খোমেইনি (রহ.) নিজ কর্ম ও চরিত্রের মাধ্যমে তাগুতের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন, যাতে কালিমা-এ-হক কার্যকর হয়। আজকের যুগেও মুসলমানরা সময়ের ইয়াজিদ ও নমরূদদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং কুফরের ব্যবস্থা ভেঙে পড়ছে।

কারি নূরজাহি আরও বলেন, ইরান সর্বদা কালিমা-এ-হক উঁচু করে ধরেছে এবং কোনো সময় বড় শক্তির ভয়কে মনে স্থান দেয়নি। বরং আমেরিকা, ইসরাইলসহ কুফরের সমস্ত শক্তিকে পরাজিত করেছে। এজন্যই সমগ্র ইসলামী বিশ্ব ইরানের সঙ্গে আছে এবং ইরান বিজয়ী ও সম্মানিত অবস্থানে রয়েছে।

তিনি গাজা প্রসঙ্গে বলেন, ইরান বিপ্লবী অবস্থান গ্রহণ করেছে এবং আজও সেই নীতিগত অবস্থানে অটল রয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha